• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বহিষ্কার জেমি ডে, অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন   


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৫:০০ পিএম
বহিষ্কার জেমি ডে, অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন   

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে বাংলাদেশ ফুটবলের। আগের ১৮৮ অবস্থানে থেকে এক ধাপ পিছিয়ে পৌঁছেছে ১৮৯তম অবস্থানে। দলের এমন খারাপ পারফরম্যান্সের কারণে কোচ জেমি ডে কে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই মাসের জন্য জাতীয় দলের দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফে ভবনে বৈঠক শেষে ব্রুসনের হাতে দায়িত্ব দেওয়ার কথা জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র উপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতি মহোদয়ও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমরা জেমি ডে’কে আগামী তিন মাস জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অস্কার ব্রুজনকে ২ মাসের জন্য অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হচ্ছে।’ 

দুই মাসের জন্য ছুটি দেওয়া হলেও এই সময়ে জেমি চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন নাবিল।

২০২২ সালের অগাস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি রয়েছে জেমি ডের। ২০১৮ সালের জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। 

Link copied!